• প্রধান শিক্ষক জনাব মো. শাহজাহান আলি
  • প্রধান শিক্ষকের বাণী 

    অন্ধকার তাড়াতে হলে প্রয়োজন আলো, আর তার উৎপত্তি খুঁজতে বিদ্যার আবশ্যিকতা অবশ্যম্ভাবী। বিদ্যা নিরবচ্ছিন্ন ভাবে ছড়িয়ে আছে প্রকৃতিতে, জল-স্থল- অন্তরিক্ষে, আর এর নির্যাস থেকে অর্জিত ফসল হল জ্ঞান, তা আজ প্রাতিষ্ঠানিক ভাবে স্থান গেড়েছে। মানব শিশু ভূমিষ্ঠের সময় তাকে নিছক মাংসপিন্ড ছাড়া কিছুই ভাবা যায় না। শিক্ষা নিয়ে দিনান্তে তাকে প্রকৃতির যুগোপযোগী হয়ে গড়ে উঠতে হবে। দক্ষ মানুষ হতে হবে। আর এই দায়িত্ব যুগযুগ ধরে হাতে তুলে নিয়েছে শিক্ষকজাতি, বিদ্যালয়ে নিরন্তর চলছে এর প্রয়োগ। মানুষের অর্জিত জ্ঞান অপরকে পথ দেখায়, তার লক্ষ্য সেবা, তা হোক নিজের, অপরের বা প্রকৃতির। দুষ্টুচিন্তা ধ্বংসাত্মক। কূট-কৌশল একজন শিক্ষার্থীকে যেন গ্রাস করতে না পারে তাকে তা শিখতে হবে। শিক্ষার্থী যেন গড়ে উঠে সে সকলের জন্য। মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা খেল তাদের পথ দেখাতে পারি, তবেই একজন শিক্ষকের দায়-দায়িত্ব থেকে নিজেকে কিছুটা হালকা ভাববো।

     

     

    (জনাব মো. শাহজাহান আলি)

    প্রধান শিক্ষক

    মাছখোলা বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। 

    • সভাপতির বাণী
  • আল হাজ্ব জনাব মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।
    বিস্তারিত
    • Providing quality education and making good citizens is the motto of this educational institution.
  • প্রধান শিক্ষক জনাব মো. শাহজাহান আলি
    বিস্তারিত
    • গুরুত্বপূর্ণ লিংক
    • অফিসিয়াল ফেইসবুক
    • https://www.facebook.com/profile.php?id=100080921149963&mibextid=ZbWKwL
    • ভিডিও
    • https://youtu.be/k3Xg0vozd4g?si=3Rx0KQqUR0JGOD5R
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology